ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

Fair international school & college

SCHOOL CODE: 470293 EMIS CODE: 3070114109

Breaking News
Panna Akther ( Assistant Head Teacher)

আসসালামু আলাইকুম,

শিক্ষাই জাতীর মেরুদন্ড । শিক্ষার কোন বয়স নাই। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক মিলে মানুষ সারা জীবনই কোন না কোন ভাবে শিক্ষা লাভ করে। শিক্ষার স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সাটিফিকেট অজন করাকে শিক্ষা বলে না, শিক্ষা হল সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দুর করে  সমাজের পরিবতনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। 

পরিশেষে বলা যায়,পরিচালক স্যারের দক্ষ পরিচালনায় এবং ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের সত্যিকার জ্ঞান অর্জন করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং নিজের পরিবার, সমাজ তথা দেশ ও জাতীর গৌরব বয়ে আনতে পারবে। ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর যাত্রা পথে সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করছি।